• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থ লেনদেন শুরু ভারতে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩১

অবশেষে ভারতে চালু হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থ লেনদেনের প্রক্রিয়া। খবর এনডিটিভির।

গত শুক্রবার এক বিবৃতিতে ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) জানায়, হোয়াটসঅ্যাপ ভারতে আন্তব্যাংক অর্থ লেনদেন চালু করতে যাচ্ছে। চলতি মাসের শুরুর দিকে পরীক্ষামূলকভাবে হোয়াটসঅ্যাপ মানি ট্রান্সফারের বেটা ভার্সনটি চালু করে তারা। এরই সফলতার জের ধরে খুব শিগগিরই ভারতে সব ব্যবহারকারীর জন্য সেবাটি উন্মুক্ত হতে যাচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: গুগল উঠিয়ে নিলো ‘ভিউ ইমেজ’ অপশন

--------------------------------------------------------

এ প্রক্রিয়ায় অর্থ লেনদেন হবে ব্যাংক একাউন্টের সাথে থাকা গ্রাহকের মোবাইল নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ একাউন্ট থেকে। প্রাথমিক পর্যায়ে ভারতের চারটি ব্যাংক এই লেনদেনের আওতায় আসবে। এই ব্যাংকগুলো বিএইচআইএম ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস মডেলের মাধ্যমে আপাতত কাজ করে যাচ্ছে। বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম ব্যাংক আইসিআইসি ব্যাংক হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থ লেনদেন প্রক্রিয়া শুরু করেছে।

ভারতে হোয়াটসঅ্যাপের ২০ কোটি সক্রিয় ব্যবহারকারী আছে। ফেসবুক মালিকানাধীন এ কোম্পানিটির নতুন সেবা গ্রাহকের মধ্যে সাড়া জাগালেও স্থানীয় অনলাইন পেমেন্ট সার্ভিসগুলোর ব্যবসার জন্য বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এরমধ্যে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটও গত বছরের দ্বিতীয়ার্ধে গুগল ওয়ালেট নামের পেমেন্ট অ্যাপ চালু করে।

উল্লেখ্য, গত শুক্রবারেই এক বিবৃতিতে ভারতের বাজারে অনলাইন লেনদেনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম পেটিএম ভারতের বাজারের হোয়াটসঅ্যাপকে অনলাইন অর্থ লেনদেন করতে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করছে।

আরও পড়ুন:

কেএইচ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
আজমীর শরীফের নিচে মন্দির থাকার দাবি, খতিয়ে দেখতে বলল আদালত
সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ
ভারতের পররাষ্ট্র দপ্তরের কঠোর সমালোচনা করে যা বললেন রিজভী