‘এতো নিয়োগ-বদলি আগাম নির্বাচনের আলামত’
রোববার ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) এবং ২৯ পুলিশ সুপারের নিয়োগ-বদলির প্রজ্ঞাপন জারি আগাম জাতীয় নির্বাচনের আলামত হতে পারে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘কয়েকদিন আগে হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন- দেশে আগাম নির্বাচন হতে পারে। গতকাল (রোববার) ২২ জন ডিসি ও ২৯ জন এসপি নিয়োগ-বদলি করা হয়েছে। এটা আগাম নির্বাচনের আলামত হতে পারে। এটা নিয়ে মানুষের মধ্যে ধূম্রজাল তৈরি হয়েছে।’
ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘নিজেদের মতো করে যতোই নির্বাচনী মাঠ সাজান না কেন, তাতে কোনো কাজ হবে না। কারণ বিএনপি ও বেগম জিয়া ছাড়া দেশে স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। জনগণই এ ধরনের নির্বাচন হতে দেবে না।’
ডিসি-এসপিদের নিয়োগ-বদলি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা রুটিন ওয়ার্ক হলে এক কথা ছিল। নিয়োগ দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং করা। মনে হচ্ছে- উনারা (আওয়ামী লীগ) মাঠ সাজাচ্ছে, আওয়ামীকরণের তারা মাঠ সাজাচ্ছে। এতো নিয়োগ-বদলি আগাম নির্বাচনের আলামত’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, এই বছর তো নির্বাচনের বছর। এর মধ্যে এরশাদ (আগাম নির্বাচন নিয়ে) এরকম কথা বলছেন। তার মানে তারা কোন দিকে যাচ্ছেন তা নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন, সংশয় দেখা দিয়েছে।’
তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) কোনো অশুভ উদ্দেশ্য, নীলনকশা থাকতে পারে। তাই আমরা স্পষ্ট করে বলছি- বেগম খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন নয়।’
আরও পড়ুন:
এসজে/জেএইচ
মন্তব্য করুন