‘খালেদাকে নিয়ে নির্বাচন করার মুখ নেই বিএনপির’

কুষ্টিয়া প্রতিনিধি

শনিবার, ১০ মার্চ ২০১৮ , ০৪:০৮ পিএম


‘খালেদাকে নিয়ে নির্বাচন করার মুখ নেই বিএনপির’

বিএনপি নির্বাচন বর্জনের অজুহাত খুঁজছে, কারণ দুর্নীতির দায়ে অভিযুক্ত বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে নির্বাচন করার মুখ তাদের নেই। বললেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবন কাহিনী বই বিতরণকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইনু বিএনপিকে উদ্দেশ করে বলেন, বেগম জিয়ার মামলা নিয়ে আদালতে আর নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে দেন-দরবার করুন। সরকারের সঙ্গে দেন-দরবারের কিছু নেই। 

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) নুরে আলম সিদ্দিকী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুন: 

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission