• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

রামপুরায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ আগস্ট ২০১৮, ১২:৫২

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর রাজধানীর রামপুর-আফতাবনগরে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ।

তাদের সঙ্গে শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও শিক্ষার্থীদের ওপর হামলা করে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকেই আফতাব নগরে অবস্থান নেন ছাত্রলীগ ও শ্রমিক লীগের কর্মীরা।

এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় দুপুর বারোটার দিকে শ্রমিকদের একটি অংশ লাঠি হাতে শিক্ষার্থীদের ওপর হামলা করলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ফখরুলসহ বিএনপির ৩ শীর্ষ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
-------------------------------------------------------

এ সময় একপক্ষ আরেক পক্ষেকে লক্ষ্য করে ইট-পাটকেল মারতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। চার থেকে পাঁচটি কারও ভাঙচুর করা হয় এ সময়।

গেলো ২৯ জুলাই রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই আন্দোলনে নামে স্কুল শিক্ষার্থীরা। ৯ দফার এ আন্দোলন নবম দিনের মতো চালিয়ে যাচ্ছেন তারা। তবে গতকাল রোববার বিপুল সংখ্যক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনে শরিক হয়। আজ মার্চ টু শাহবাগ কর্মসূচি পালন করছে তারা।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার শপিং কমপ্লেক্সের স্ক্রিনে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’
বিমানবন্দরে ছাত্রলীগ নেতা শাহীন গ্রেপ্তার 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী আটক
শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার