• ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
logo

প্রতীকী অনশনের মৌখিক অনুমতি পেলো বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রতীকী অনশন কর্মসূচি পালনের মৌখিক অনুমতি পেয়েছে দলটি।

মঙ্গলবার রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

রিজভী বলেন, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতীকী অনশন কর্মসূচি পালনের জন্য আমরা মৌখিক অনুমতি পেয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মৌখিক অনুমতি দিয়েছে।

তিনি বলেন, পূর্বঘোষিত এই কর্মসূচি বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পালন করা হবে। দলের সব পর্যায়ের নেতাকর্মী এতে অংশ নেবেন। একইসঙ্গে এ কর্মসূচি সারাদেশের সব জেলা ও মহানগরেও পালিত হবে।

এর আগে মঙ্গলবার সকালে দলের তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় ২ ঘণ্টা ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করেন। পরে দেখা না পেয়ে ফিরে আসতে হয় তাদের। পরে ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে বলে জানান রিজভী।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঠ পর্যায়ের কর্মীরাই দলের শক্তি: বিএনপি নেতা শরীফ
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়: মঈন খান
তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ: সালেহ প্রিন্স
যুবদল কর্মী হত্যায় ডিবির সেই কনক গ্রেপ্তার