• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ঢাবিতে কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বরে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি মিছিল করেছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় কোটা আন্দোলনকারীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল বের করে।এর পর পরই ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের সুপারিশকে স্বাগত জানিয়ে মিছিল বের করে।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় দুটি মিছিল পাশাপাশি চলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দুটি মিছিলকে পাশাপাশি স্লোগান দিতে দেখা গেছে।এক পর‌্যায়ে কোটা সংস্কারের আন্দোলনকারীরা পাবলিক লাইব্রেরির ভেতরে ঢুকে শীক্ষার্থীদের মিছিলে যাওয়ার আহ্বান জানায়।

কোটা আন্দোলনকারীদের দাবি প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল রেখে কোটা পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ বাস্তবায়ন করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা।

কোটা আন্দোলনকারীরা তিন দফা জানায়- প্রথম দফা হচ্ছে, পাঁচ দফা দাবির ভিত্তিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করতে হবে, দ্বিতীয় দফা- নেতা-কর্মীদের ওপর হামলার বিচার করতে হবে ও তৃতীয় দফা— তাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা আছে তা প্রত্যাহার করতে হবে।

এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের স্লোগানে বলেন, আওয়ামী লীগের সরকার বারবার দরকার। এ সময় তারা প্রথম ও দ্বিতীয় শ্রেণি সরকারি চাকরিতে কোটা না রাখার সুপারিশকে স্বাগত জানান।

আরও পড়ুন :

আরসি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোনের বিয়েতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার 
রাজধানীতে সরকারবিরোধী মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
বিয়ে খেতে ঢাকায় এসেছিলেন ছাত্রলীগের সাবেক নেতা, অতঃপর...