• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

ড. কামাল ও বি চৌধুরী প্রসঙ্গে ইনু বললেন-এই হাসি পাকিস্তানের হাসি

কুষ্টিয়া প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩০

বিএনপির সঙ্গে কামাল হোসেন ও বি চৌধুরী একমঞ্চে দাঁড়িয়ে হাসছে। এই হাসি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর হাসি। এই হাসি পাকিস্তানের হাসি। বললেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ইনু আরও বলেন, কামাল হোসেনদের ঐক্যের পেছনে কত লোক আছে সেটা কোনও ব্যাপার না। কিন্তু ঐ ঐক্যের পেছনে বাংলাদেশের সকল ষড়যন্ত্রকারীরা এক হয়েছে এই নিয়েই আমি শঙ্কিত।

তথ্যমন্ত্রী বলেন, যে বিএনপি এখনও বড় গলায় জামায়াতকে ছাড়বে না বলে কথা বলে, সেই বিএনপির সঙ্গে কামাল হোসেন এবং বি চৌধুরী কিভাবে একমত হয় এবং একমঞ্চে দাঁড়িয়ে হাসে সেটা আমার বোধগম্য নয়।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম বা সাংবাদিকদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা নয়, এটা হচ্ছে ডিজিটাল যন্ত্রপাতি দিয়ে ডিজিটাল অপরাধ মোকাবেলা করার আইন। এরসঙ্গে সাংবাদিকদের কোনও সম্পর্ক নেই। যেহেতু সাংবাদিকরা এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তাই আমরা তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করব।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ স্থানীয় জাসদ নেতারা।

পরে তথ্যমন্ত্রীকে সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনার অপকর্ম আরব্য উপন্যাসকেও হার মানাবে: রিজভী 
শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার
শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার
গণঅভ্যুত্থান ব্যর্থ হলে শেখ হাসিনা নিশ্চিহ্ন করে দিতেন বিপ্লবীদের: মঞ্জু