• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘হাথুরুকে নিয়ে কথা বলাই বোকামি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জানুয়ারি ২০১৮, ২০:১৮

বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়ে কথা বলাটাই বোকামি বলে মনে করেন দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা প্রিমিয়ার লিগের ড্রাফট অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

কয়েক দিন আগে শ্রীলঙ্কা দলের হাল ধরেছেন টাইগারদের সাবেক কোচ হাথুরু। প্রথম প্রজেক্ট হিসেবে ঢাকা সফর করতে এসেই পর পর দুই ম্যাচে হারতে হয়েছে লঙ্কানদের নতুন কোচকে। আর এতেই চরম সমালোচনায় পড়তে হয়েছে তাকে।

--------------------------------------------------------
আরও পড়ুন: কোয়ার্টারে টাইগারদের মুখোমুখি ভারত
--------------------------------------------------------

সাংবাদিকদের কাছে এনিয়ে সুজন বলেন, আসলে চন্ডিকার ব্যাপারটাই আনতে চাইনি বাংলাদেশ দলের মধ্যে। আমি মনে করি, যে চলে গেছে তাকে নিয়ে আলাপ করাটাই বোকামি। কারণ তিনি পেশাদার। তিনি তার মতো সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্ব নেয়ার পর হয়তো তার প্রথম অ্যাসাইনমেন্টটা বাংলাদেশে পড়েছে। তাই কথা বেশি হয়েছে। কিন্তু আমাদের মাথায় কেবল দল কীভাবে আরও সামনে যাবে সেই চিন্তাই ছিল। আমরা যাতে ভালো ক্রিকেট খেলতে পারি, আমরা আমাদের শক্তি ও দুর্বলতা নিয়ে অনেক কাজ করেছি।

আগামী ২৩ জানুয়ারি মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। ম্যাচে কোনো পরিবর্তন আসছে কি না এমন প্রশ্নে টেকনিক্যাল ডিরেক্টর বলেন, হয়ত কিছু টেকটিক্যাল চেঞ্জ থাকবে। সেটা অন্য ব্যাপার। কিন্তু উইনিং কম্বিনেশন ধরে রাখাটা গুরুত্বপূর্ণ।

প্রথম দুই ম্যাচেই সফল ছিল পেস অ্যাটাক। উইকেট পেয়েছেন মাশরাফি, মুস্তাফিজ ও রুবেল।

এ নিয়ে তিনি বলেন, আমি আগেও বলেছি, আমাদের ফাস্ট বোলিং নিয়ে আমরা অনেক কাজ করেছি। আমাদের সিনিয়র ক্রিকেটাররা গত কয়েক বছর ধরে টানা পারফর্ম করে যাচ্ছে। আমাদের তরুণ ক্রিকেটাররাও যদি সিনিয়রদের সঙ্গে মিলে পারফর্ম করা শুরু করে, তাহলে আমার মনে হয়, আমরা একটা সময় অপরাজেয় হতে পারবো। তো ওইটাই আসল, চন্ডিকার ব্যাপারটা আমাদের মাথায় আসেনি খুব একটা।

দল আত্মবিশ্বাসীও হলেও বেশ পরের ম্যাচ গুলো নিয়ে বেশ সচেতন উল্লেখ করে সুজন বলেন, আমরা কিন্তু এখনও ফাইনাল জিতিনি। ফাইনাল জেতাটাই গুরুত্বপূর্ণ। আমরা দুইটা ম্যাচ দারুণভাবে জিতেছি। ভালো একটা অবস্থানে আছি। আমরা এই জয়ের ধারাটা ধরে রাখতে চাই।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh