আইপিএলে মুস্তাফিজের ম্যাচগুলো
বিশ্ব ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সন টি-টোয়েন্টি। টি-টোয়েন্টিকে আরও আকর্ষণীয় করতেই শুরু হয় আইপিএলের। দেখতে দেখতে আইপিএল দশটি আসর শেষ করে একাদশতম আসরে পা দিয়েছে।
আগামী ৭ এপ্রিল মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে আসরের উদ্বোধনী ম্যাচ। ২৭ মে ফাইনাল হবে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে। শুরুতেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নামবে মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ানস।
এর আগের দুই মৌসুম মুস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতান। আইপিএলে দুই বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে ১৭ ম্যাচে মাঠে নামেন। তিনি ২৬.৭৬ গড়ে ১৭টি উইকেট লাভ করেন। তার সেরা বোলিং ফিগার ৩/১৬।
মুম্বাই ইন্ডিয়ানসের দল:
রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরা, ক্রুনাল পান্ডিয়া, ইশান কিষান, কায়রন পোলার্ড, প্যাট কামিন্স, এভিন লুইস, সূর্যকুমার যাদব, বেন কাটিং, মুস্তাফিজুর রহমান, রাহুল চাহার, প্রদিপ সাংওয়ান, জেসন বেহরেনডোর্ফ, জেপি ডুমিনি, সৌরভ তিওয়ারি, তাজিন্দর ধিলন, আকিলা ধনঞ্জয়া, নিধিশ ডিনেসন, আদিত্য তারে, সিদ্ধেশ দিনেশ, মায়াংক মারকান্দে, শরদ লুম্বা, অনুকূল রায়, মহসিন খান।
ক্রিকেট ফ্যানরা দেখে নিন আইপিএলে মোস্তাফিজুর রহমানের দল মুম্বাইয়ের প্রতিটি ম্যাচের সময়সূচি।
তারিখ
|
সময়
|
প্রতিপক্ষ
|
০৭ এপ্রিল
|
রাত ৮:০০ টা
|
চেন্নাই সুপার কিংস
|
১২ এপ্রিল
|
রাত ৮:০০ টা
|
সানরাইজ হায়দ্রাবাদ
|
১৪ এপ্রিল
|
বিকেল ৪:০০ টা
|
দিল্লি ডিয়ারডেভলস
|
১৭ এপ্রিল
|
রাত ৮:০০ টা
|
রয়েল চ্যালেঞ্জার
|
২২ এপ্রিল
|
রাত ৮:০০ টা
|
রাজস্থান রয়েলস
|
২৪ এপ্রিল
|
রাত ৮:০০ টা
|
সানরাইজ হায়দ্রাবাদ
|
২৮ এপ্রিল
|
রাত ৮:০০ টা
|
চেন্নাই সুপার কিংস
|
০১ মে
|
রাত ৮:০০ টা
|
রয়েল চ্যালেঞ্জার
|
০৪ মে
|
রাত ৮:০০ টা
|
কিংস ইলেভেন পাঞ্জাব
|
০৬ মে
|
বিকেল ৪:০০ টা
|
কলকাতা নাইট রায়র্ডাস
|
০৯ মে
|
রাত ৮:০০ টা
|
কলকাতা নাইট রায়র্ডাস
|
১৩ মে
|
রাত ৮:০০ টা
|
রাজস্থান রয়েলস
|
১৬ মে
|
রাত ৮:০০ টা
|
কিংস ইলেভেন পাঞ্জাব
|
২০ মে
|
রাত ৮:০০ টা
|
দিল্লি ডিয়ারডেভলস
|
- চেন্নাই-মুম্বাইয়ের লড়াইয়ে শুরু হবে ১১তম আইপিএল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
মন্তব্য করুন