• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

পরিবর্তন ছাড়াই দ্বিতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৬

ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজের হারের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও বোলারদের ব্যর্থতায় জয়ের দেখা পায়নি টাইগাররা।

শুক্রবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। প্রথম টি-টোয়েন্টি স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজম্যান্ট।

দ্বিতীয় ম্যাচের জন্য ঘোষিত দলে প্রথম ম্যাচে ডাক পাওয়া সবাই আছেন। ইনজুরি থেকেই পুরোপুরি সুস্থ না হওয়ায় এ ম্যাচের একাদশে রাখা হয়নি সাকিবকে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভূতুড়ে ম্যাচে অস্ট্রেলিয়ার জয়
--------------------------------------------------------

এর আগে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও হেরে যায় বাংলাদেশ। তবে সিলেটে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। শেষ ম্যাচে জয় দিয়ে সিরিজে সমতা আনতে চান মাহমুদুল্লাহ বাহিনী।

আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। রোববার ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটায়। এবারই প্রথম সিলেটে ম্যাচ খেলতে যাচ্ছে টাইগাররা।

প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দল খেলবে নয়নাভিরাম এ স্টেডিয়ামে। এর আগে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো হয়েছিল সিলেটে।

ম্যাচে অংশ নিতে দুই দল এরই মধ্যে সিলেটে পৌঁছেছে।

বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, আফিফ হোসেন, জাকির হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান, আবু হায়দার রনি, নাজমুল অপু, মোহাম্মদ মিঠুন।

আরও পড়ুন:

এএ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদপন্থি আরেক শীর্ষ নেতা গ্রেপ্তার
সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে আরেক বাংলাদেশি নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৮ ডিসেম্বর)
টিভিতে আজকের খেলা