• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আলাদা ম্যাচে রাতে নামছে মেসি-নেইমাররা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৯

রোজকার ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে। আপনার আকর্ষণ নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলাতেই বেশি। কোথায় কি খেলা আছে সেই খোঁজাখুঁজি থেকে আপনার বিশ্রাম এবার। দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।

যদি টিভিতে অন্য কিছু নাও দেখেন, তাও খেলা দেখা আর মিস হবে না। আজ ক্রিকেটের কোনো ম্যাচ না গড়ালেও, সন্ধ্যা থেকে মাঠে নামবে ক্লাব ফুটবলের দলগুলো। লা লিগায় বার্সেলোনা খেলবে এইবারের বিপক্ষেণ, লিগ ওয়ানে পিএসজি খেলবে স্ট্রোসবার্গের বিপক্ষে, এফএ কাপে ম্যানইউ খেলবে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে, সিরিআ-তে মাঠে নামবে এসি মিলান ও রোমা।

এক নজরে দেখে নিবো আজকের খেলা কোন স্যাটেলাইট চ্যনেলে দেখাবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ‘মেসির অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে, যা প্রতিহত করা অসম্ভব’
--------------------------------------------------------

ফুটবল
লা লিগা
লাস পালমাস-সেভিয়া

সরাসরি, সন্ধ্যা ৬টা, সনি টেন টু

এইবার-বার্সেলোনা
সরাসরি, রাত সোয়া ৯টা, সনি টেন টু

আলাভেস-দেপোর্তিভো লা করুনা
সরাসরি, রাত সাড়ে ১১টা, সনি টেন টু

মালাগা-ভ্যালেন্সিয়া
সরাসরি, রাত পৌণে ২টা, সনি টেন টু

লিগ ওয়ান
পিএসজি-স্ট্রোসবার্গ

সরাসরি, রাত ১০টা, সনি টেন ওয়ান

ইংলিশ এফএ কাপ
শেফিল্ড-সোয়ানসি

সরাসরি, সন্ধ্যা সাড়ে ৬টা, সনি ইএসপিএন

ওয়েস্ট ব্রমউইচ-সাউদাম্পটন
সরাসরি, রাত ৯টা, সনি ইএসপিএন

হাডার্সফিল্ড টাউন-ম্যানচেস্টার ইউনাইটেড
সরাসরি, রাত সাড়ে ১১টা, সনি ইএসপিএন

সিরি আ
উদিনেস-রোমা

সরাসরি, রাত ৮টা, সনি টেন ওয়ান

জিনোয়া-ইন্টার মিলান
সরাসরি, রাত পৌণে ২টা, সনি টেন ওয়ান

বুন্দেসলিগা
উলফসবুর্গ-বায়ার্ন মিউনিখ

সরাসরি, রাত সাড়ে ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

ইন্ডিয়ান সুপার লিগ
নর্থইস্ট-কেরালা

সরাসরি, রাত সাড়ে ৮টা, স্টার স্পোর্টস ২

আরও পড়ুন:

এএ/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খেলার জগতে বক্সিং ডে জনপ্রিয় কেন? 
অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টসহ টিভিতে আজকের খেলা
মির্জা ফখরুলের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ
এনসিএলের ফাইনালসহ টিভিতে আজকের খেলা