• ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
logo

পা ভেঙে বিশ্বকাপ শঙ্কায় ব্রাজিলের লুইস

স্পোর্টস ডেস্ক

  ১৭ মার্চ ২০১৮, ২১:০৮

গত বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ষোলোর লড়াইয়ে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে ম্যাচে পায়ে আঘাত পান অ্যাথলেটিকো মাদ্রিদ ও ব্রাজিলের ডিফেন্ডার ফিলিপ লুইস। এই চোটের কারণে আসন্ন রাশিয়া বিশ্বকাপে নাও যাওয়া হতে পারে লুইসের।

পায়ে চোটের কারেণ ম্যাচের ৬২ মিনিটে মাঠ ত্যাগ করেন লুইস। পরে পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হয়। এক্সরে রিপোর্টে জানা যায়, লুইস বড় ধরনের ইনজুরিতে পড়েছেন। তার বাঁ পায়ের ফিবুলা ভেঙে গেছে। দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। আগামী জুনেই শুরু বিশ্বকাপের মেগা ইভেন্ট।

তার ক্লাব অ্যাথলেটিকোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বাঁ পায়ের ফিবুলা ভেঙে যাওয়ায় আপাতত বিশ্রামে থাকতে হবে লুইসকে। ফলে চলতি মৌসুমে আর খেলার সম্ভাবনা নেই তার। এ ম্যাচে ৫-১ গোলে জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

চলতি মাসে রাশিয়া ও জার্মানির বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ রয়েছে। এই দুটি ম্যাচে যে খেলতে পারবেন না তা একরকম নিশ্চিত। তবে, আসন্ন বিশ্বকাপের আগে সুস্থ হতে পারলে তার খেলার সম্ভাবনা তৈরি হবে। এদিকে, পায়ের পাতার চোটে তিন মাসের জন্য মাঠের বাইরে ব্রাজিলের অধিনায়ক ও সেরা তারকা নেইমার।

এএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় হামজা, শিখছেন বাংলা ভাষা
বিপিএল মাতাতে আসবেন তারকা ফুটবলার এবং হলিউড স্টাররা!