• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

ছবি নয়, আজ খেলা হবে জোনাকিতে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০১৮, ১৭:৪৪
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার বাজারে সময়টা একটু মন্দা যাচ্ছে। বিগত কয়েক মাস ধরে ব্যবসা সফল কোনো ছবি নেই। সবশেষ গত বছর দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ছবির ব্যবসায়িক সাফল্যের পর আর কোনো ছবির তেমন দর্শকপ্রিয় দেখা যায়নি।

চলতি বছরে হাতে গোনা কয়েকটা ছবি মুক্তি পেয়েছে। সেগুলো তেমন ব্যবসা সফল হতে পারেনি। এদিকে ছবির বাজার মন্দার কারণেই এবার রাজধানীর জোনাকি সিনেমা হলে দেখানো হবে বাংলাদেশ-ভারতের ফাইনাল ম্যাচ।

জানা গেছে, অনেকদিন ধরেই দর্শক খরায় ভুগছে জোনাকি হল। ফলে ক্রমাগত লোকসান হচ্ছে তাদের। উত্তরণে উপায় হিসেবে ‘নিদাহাস ট্রফি’র ফাইনাল খেলা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ।

বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল ম্যাচের খেলা দেখার জন্য অবশ্য টিকিট কিনতে হবে ক্রিকেটপ্রিয় দর্শকদের। ডিসি সিটে বসে খেলা দেখলে প্রতি দর্শককে গুণতে হবে সত্তর টাকা ও রিয়ার সিটে বসে খেলা দেখতে হলে টিকিট লাগবে ষাট টাকা। সন্ধ্যা সাতটায় খেলা দেখানোর জন্য হলের গেট খোলা হবে।

এমনটাই জানিয়েছে সিনেমা হল কর্তৃপক্ষ। এজন্য ইতোমধ্যেই হলের বাইরের গেটে লাগানো হয়েছে পোস্টার।’সিনেমা হলের পর্দায় খেলা দেখানো নতুন কিছু নয়। এর আগেও বিপিএল’র সময় সিনেমা হলে দেখানো হয়েছে খেলা।

বর্তমানে জোনাকি সিনেমা হলে চলছে দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ছবিটি। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি।

পিআর/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল 
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা