• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

শামি-হাসিন সংঘাতের রহস্য ফাঁস!

স্পোর্টস ডেস্ক

  ১৯ মার্চ ২০১৮, ২১:৫৪

ভারতীয় ক্রিকেট দলের পেসার শামি ও তার স্ত্রী হাসিন জাহানের অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। গড়াপেটা, অনৈতিক সম্পর্ক, স্ত্রীকে মারপিটসহ ভাইকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের মতো নানা অভিযোগ করেছেন স্ত্রী হাসিন জাহান। শামিও পাল্টা অভিযোগে বলেছেন বিয়ের আগে হাসিন তার আগের বিয়ের কথা গোপন করেছিলেন। এমনকি আগের ঘরের দুই সন্তানের কথাও গোপন করেছিলেন। দুজনের অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে তদন্তও হচ্ছে। এবার হাসিন নতুন অভিযোগ হাজির করেছেন।

কলকাতার আলিপুর আদালতে শামির বিরুদ্ধে মামলায় গোপন জবানবন্দি দিয়েছেন হাসিন। প্রায় ২ ঘণ্টার জবানবন্দি শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পাকিস্তানি মডেল আলিশবা তার ঘর ভেঙেছেন বলে অভিযোগ করেছেন। খবর এবেলার।

জবানবন্দি দেয়ার পরে তড়িঘড়ি করে হাসিন ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালীঘাটের বাড়িতে। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি।

--------------------------------------------------------
আরও পড়ুন: এই ম্যাচের কষ্ট ভোলার নয়: মুশফিক
--------------------------------------------------------

সাংবাদিকদের হাসিন বলেন, জানুয়ারি থেকে পরিকল্পনা করে শামি ও আলিশবা দুবাইয়ে দেখা করেছিল। নোংরামি করাই ছিল ওদের আসল লক্ষ্য। হাসিনের দাবি, ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি দুবাইয়ে ছিলেন আলিশবা ও শামি। হাসিন বলেন, আলিশবাই আমার ঘর ভেঙেছে। এটা তো ব্রেকফাস্টেই শেষ হয়ে যায়নি। বেডরুমেই ব্যাপরটা শেষ হয়।

এদিকে শামি-হাসিনের এই দাম্পত্য যুদ্ধের কারণ নিয়ে ভারতীয় পত্রপত্রিকায় ভিন্ন কারণ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পরকীয়া কিংবা অবৈধ সম্পর্ক নয়, আসল কারণ লুকিয়ে অন্য। শামির আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

শামির বহুদিনের ইচ্ছা ছিল একটি স্পোর্টস একাডেমি চালু করার। সেই উদ্দেশ্যে শামি উত্তরপ্রদেশের আমরোহার আলি নগর গ্রামে একটি ফার্ম হাউসও কিনেছিলেন। তবে উত্তরপ্রদেশে শামির ফার্ম হাউস কেনাকে ভালোভাবে নেননি হাসিন। তার ইচ্ছা ছিল হাসিনের বাবার বাড়ির এলাকায় শামি সম্পত্তি গড়ে তুলুক। কিন্তু আলি নগরে ফার্ম হাউস কেনায় হাসিনের সেই স্বপ্ন ভেঙে যেতে বসেছে। এ নিয়ে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়।

শামি আলি নগরে প্রায় ৬০ একর জমি কিনেছিলেন। সেই জমির বর্তমান অর্থমূল্য প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা। শামি সেই ফার্ম হাউস স্ত্রী হাসিনের নামেই রেখেছিলেন। যদিও সেই জমির আইনি অধিকার ছিল না হাসিনের। জমি কেনাকে কেন্দ্র করেই শামি-হাসিনের সমস্যার সূত্রপাত।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল 
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা