সিপিএলে টানা দ্বিতীয় শিরোপা শাহরুখের দলের
গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৮ উইকেটে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) জিতে নিলো ট্রিনবাগো নাইট রাইডার্স। এনিয়ে তৃতীয় ও টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো বলিউড তারকা শাহরুখ খান মালিকানাধীন দলটি। জয়ের দিন মাঠে উপস্থিত না থাকলেও টুইট পোস্টে দলকে অভিনন্দন জানিয়েছেন শাহরুখ।
আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে শুরু হয় ষষ্ঠ আসরের ফাইনাল। এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইটদের অধিনায়ক ডোয়াইন ব্রাভো।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে সক্ষম হয় আমাজন ওয়ারিয়র্সরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন নিউজিল্যান্ড তারকা লুক রঞ্চি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন জেসন মোহাম্মেদ। নাইটদের হয়ে খারি পিরে তিনটি ও ব্রাভো দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট তুলে নেন ফাওয়াদ আহমেদ, সুনীল নারিন ও আলি খান।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৩ বলে মাত্র দুই উইকেট হারিয়ে ১৫০ রান তুলে নেয় ব্রাভোর দল।
এদিন ৩৯ বলে ৬৮ রানের চমৎকার ইনিংস খেলেন মুনরো। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ব্যাটিং করায় সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এই কিউই ব্যাটসম্যান।
ওয়াই/এসএস
মন্তব্য করুন