• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

বধির ক্রিকেটে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৯

ওয়ালটন ত্রিদেশীয় টি-টোয়েন্টি বধির ক্রিকেটে ভারতকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

মঙ্গলবার ফতুল্লায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৮০ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে ১৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে বাংলাদেশ।

বধির ক্রিকেটে এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন ভারত। কিন্তু ওয়ালটন ত্রিদেশীয় সিরিজে তাদের পারফরম্যান্স ছিল তলানিতে। পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বড় ব্যবধানে পরাজিত হয় তারা। আর বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করলেও আজ দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে পরাজিত হয়।

৮ উইকেটের বিশাল জয়ে এক ম্যাচ হাতে রেখে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠলো বাংলাদেশ। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশ-পাকিস্তানের জন্য ফাইনালের ড্রেস রিহার্সেল মাত্র। এর আগে টানা তিন ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন মানিত কুমার। এছাড়া ১২ রান করেন শান্তি। দলের বাকি সদস্যদের মধ্যে কেউই আর দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি।
------------------------------------------------------------------
আরও পড়ুন : ব্রাজিলের আগে ইরাক ও মিশরকে পাচ্ছে আর্জেন্টিনা
------------------------------------------------------------------

বাংলাদেশের পক্ষে দ্বীপ ৩টি, সেতু, আকিব ও ইম্মি প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন।

লো-স্কোরিং ম্যাচে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক শাহরিয়ার ইমন। ব্যাট হাতে ৪৭ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৭ রানের ইনিংস উপহার দেন। এছাড়া ইমরান ৪, আকিব ১২ ও মনির ৬ রান করেন।

অনবদ্য অর্ধশত রানের জন্য ম্যাচসেরার পুরস্কার পান বাংলাদেশ দলের অধিনায়ক শাহরিয়ার ইমন। তার হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের প্রিন্সিপাল অফিসার সাজ্জাদ হোসেন শাকিল ও এজিএম শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বধির ফেডারেশনের ম্যানেজার কাজী কামরুল হাসান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ হবে ২১ সেপ্টেম্বর।

আরও পড়ুন :

এএ/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএলে বিতর্ক এড়াতে ব্যর্থ বিসিবি, যা বলছে ক্রিকেটভক্তরা
ক্রিকেটের মূল শাসক ভারত, আইসিসি দর্শক
লাল বলের ক্রিকেটে জ্যোতির ইতিহাস
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা