এশিয়া কাপ শেষ তামিমের
চোট নিয়েই দেশে ফিরতে হবে তামিম ইকবালকে। ক্রিকইনফোর দেয়া তথ্য অনুযায়ী এশিয়া কাপ শেষ এই টাইগার ওপেনারের। মাঠের বাইরে থাকতে হবে আগামী ছয় সপ্তাহের জন্য।
১৪তম এশিয়া কাপ খেলতে চোট নিয়েই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন তামিম ইকবাল। শঙ্কা ছিল প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়েও।
কথা আছে, যেখানে বাঘের বয় সেখানে রাত হয়। তামিমেরও হলো তেমনটা। সুরাঙ্গা লাকমলের বলে হাতে চোট পেয়ে ছাড়তে হয়েছে মাঠ। যেতে হয়েছে হাসপাতালে।
এশিয়া কাপ শুরুর আগে চোট নিইয়ে শঙ্কা ছিল সাকিব আল হাসানকে নিয়েও। অনুশীলনে চোটে পড়েছিলেন নাজমুল হাসান শান্তও।
আজ সকালে জানা যায় পুরনো ইনজুরির ব্যথা দেখা দিয়েছিল মুশফিকুর রহিমেরও।
এতসব ঝক্কি-ঝামেলা সামলে মাঠে নেমে বাংলাদেশের শুরুটা হয় নাজুক। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই পরপর দুই উইকেট হারানোর পরও শুরুর ধাক্কাটা সামাল দেন মুশফিকুর রহিম আর মোহাম্মদ মিথুন।
দুজনের ব্যাটেই আসে অর্ধশতকের ইনিংস। মিথুনের ৬৩ রানে আউট হবার পর মুশফিক অপরাজিত আছে ৮৭ রানে। সঙ্গে আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তিনি অপরাজিত আছে ১৪ বলে ১০ রানে।
এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯০ রান।
এমআর/এসএস
মন্তব্য করুন