অঘটন ঘটাবে না তো হংকং?
প্রথমে ব্যাট করা ভারতের ২৮৬ রান টপকানোর লক্ষ্যে ব্যাট করতে নেমেছে হংকং। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শক্ত অবস্থানে আছে হংকং।
ওপেনিং জুটি ভাঙতেই হিমশিম খেতে হচ্ছে ভারতীয় বোলারদের। রোহিত শর্মার কোনও কৌশলই কাজে লাগছে না হংকংয়ের ব্যাটারদের সামনে।
এ পর্যন্ত ২৫ ওভার বিনা উইকেটেই ১৩০ রান তুলেছে হংকং। নাজাকাত খানের ৭৭ আর অংশুমান রাথের ৪৫ রানে ভর করে জয়ের স্বপ্ন দেখছে গত মাসে ওয়ানডে স্ট্যাটাস হারানো দলটি।
দুবাইতে টসে হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে ১৪তম সেঞ্চুরি হাঁকান শিখর ধাওয়ান (১২৭)। অর্ধশতক হাঁকান আম্বাতি রাইডু (৬০)।
হংকংয়ের হয়ে কিনচিত শাহ নেন ৩ উইকেট। ২ উইকেট নেন এহসান খান। ১টি করে উইকেট নেন এহসান নেওয়াজ ও আইজাজ খান।
এমআর/পি
মন্তব্য করুন