• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

অনুর্ধ-১৯ এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  ১২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৭

এশিয়া কাপ ক্রিকেট অনূর্ধ্ব-১৯ শুরু হবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে। যুব এশিয়া কাপের এবারের আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ বুধবার ঘোষণা করেছে ১৫ সদস্যের মূল দল।

স্বাগতিক বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে তৌহিদ হৃদয়কে। হৃদয়য়ের সহ অধিনায়ক হিসেবে আছেন শামিম হোসেন।

এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নেবে মোট ৮টি দেশ।

চার দল করে দুই গ্রুপে ভাগ করা হয়েছে আট দলকে। ‘এ’ গ্রুপে আছে ভারত, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ‘এ’ গ্রুপের সবগুলো ম্যাচ। ঢাকায় বিকেএসপিতে অনুষ্ঠিত হবে ‘বি’ গ্রুপের ম্যাচগুলো। গ্রুপ পর্বের ম্যাচ শেষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফিরবে হোম অব ক্রিকেটে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামিম হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিশাদ হোসেন, তানজিদ হাসান তানিম, সাজিদ হোসেন সিয়াম, প্রান্তিক নওরোজ নাবিল, অমিত হাসান, আকবর আলি, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও অভিষেক দাস।

অতিরিক্ত খেলোয়াড়: মাহমুদুল হাসান, প্রীতম কুমার, তানজিম হাসান সাকিব ও আসাদুল্লাহ হিল গালিব।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ভারতের অষ্টম নাকি বাংলাদেশের দ্বিতীয়