images

শিল্প-সাহিত্য

কবি জিয়া হকের কবিতা ‘জিয়াউর রহমান’

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ০৯:০৯ এএম

images

জিয়াউর রহমান

রাতের আকাশে জোছনার লুটোপুটি
তারায় তারায় জমে ওঠে খুনসুটি
ভরাপূর্ণিমা দু’হাতে ছড়ায় আলো
তবু ভালো নেই ভালো।

আজো কাঁচা ভোরে কাঁচা রোদ ওঠে হেসে
ফুলের গন্ধ নাকের ডগায় এসে—
স্বপ্নডানায় জুড়ে দেয় সুখছবি
তবু ভালো নেই কবি।

ঘাসফড়িংয়ের পাখায় রোদের কণা
রংধনুটার সাতরঙা আলপনা
ডুমুর পাতায় টুনটুনি নেচে ওঠে
মন ভলো নেই মোটে।

আজো গেয়ে ওঠে পাখিরা ভোরের গান
শুধু কাছে নেই জিয়াউর রহমান
স্মৃতির তুলিতে স্মৃতিরা জমে না আর
চোখ মুছি বারবার।