শনিবার, ০৪ মার্চ ২০১৭ , ০২:২০ পিএম
অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিতে হবে। এর কোনো বিকল্প নেই। বললেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে ৫০তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ছাত্র রাজনীতির মূল কেন্দ্রবিন্দু ছাত্র সংসদ। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদসহ সব ছাত্রসংসদের নির্বাচন অবশ্যই দিতে হবে। ছাত্রদের হাতেই নেতৃত্ব তুলে দিতে হবে। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্রনেতারা।
আবদুল হামিদ বলেন, ছাত্র রাজনীতির নেতৃত্ব থাকতে হবে ছাত্রদের হাতে। কোনো বয়স্কের হাতে নেতৃত্ব থাকলে এর ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। বাবা ছাত্রনেতা আর ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা কোনো রাজনীতি হতে পারে না।
তিনি বলেন, ছাত্ররাজনীতির হারানো অতীত ফিরিয়ে আনতে হলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। তাদেরকে নেতা বানাতে হবে। এর কোনো বিকল্প নেই।
রাষ্ট্রপতি বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র তাদের হাতেই নেতৃত্ব দিতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় অছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেয়া হয় এটি কোনোভাবেই কাম্য নয়।
এইচটি/ডিএইচ