শনিবার, ০৪ মার্চ ২০১৭ , ০৬:৪৫ পিএম
দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ অবদান রেখেছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষুদ্র ঋণ নয়, সরকারের পদক্ষেপের ফলেই দারিদ্র্য বিমোচন হচ্ছে।
শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা এই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে তাদের লাভ হয়, এটা দারিদ্র্য কমায় না। আর অর্থমন্ত্রী এসব বিবেচনায় না নিয়ে এমন একজনের প্রশংসা করেছেন যার কারণে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিল হয়ে গেছে। তিনি তার প্রশংসায় পঞ্চমুখ।’
তিনি আরো বলেন, যারা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে তারা সম্পদশালী হয়। মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা কামাই করে, সেটা তার সুদ হিসাবে চলে যায়। তারা কোনো মতে খেয়েপরে বেঁচে থাকতে পারে, কিন্তু দারিদ্র্যের হাত থেকে উঠতে পারে না। আর যারা এ ব্যবসা করে তারা চায়ও না এই দারিদ্র্য থেকে উঠে আসুক। কারণ, দারিদ্র্য থেকে উঠে আসলে তাদের ব্যবসাই চলে যাবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দারিদ্র্যের হার ৬০ শতাংশ থেকে নামিয়ে ২২ শতাংশ করেছে। এটা আরো কমবে। যদি ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচন করতো, তাহলে কেন এই হার এক সময় ৬০ শতাংশ ছিল।
এসএস