images

বাংলাদেশ / রাজনীতি

'ক্ষুদ্র ঋণ নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত'

রোববার, ০৫ মার্চ ২০১৭ , ০৫:১৬ পিএম

ক্ষুদ্র ঋণ নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত। ক্ষুদ্র ঋণ নয়, সরকারের ক্ষুদ্র অনুদানেই দেশে দারিদ্র বিমোচন হয়েছে। বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার সকালে দলের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের প্রতিবেদনকে সম্পূর্ণভাবে প্রত্যাখান করছি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দেয়ার আগে তাদের নিজেদের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করা উচিত।

তিনি বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো। এ বছর সেদেশে এ পর্যন্ত ৬শ’ লোক নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে এবং গেলো বছর নিরাপত্তা বাহিনীর গুলিতে ১১শ’ লোক নিহত হয়েছেন।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতরা হিস্পানিক, কালো রেড ইন্ডিয়ান বা ধর্মীয় ক্ষুদ্র জাতি গোষ্ঠীর লোক। এ সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রায়ই যুক্তরাষ্ট্রে আন্দোলন দানা বেঁধে উঠতে দেখা যায়।

হাছান মাহমুদ বলেন, ওই হামলার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং একজন মারাত্মকভাবে আহত হয়। আহত ব্যক্তি পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দেশের মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্টের চেয়ে অনেক ভালো উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এ প্রতিবেদনে সরকারের জঙ্গী দমন কর্মকান্ডেরও সমালোচনা করা হয়েছে।

ড. হাছান এ বিষয়ে আরো বলেন, ‘আমাদের দেশের আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গীবাদ দমনে যেভাবে দক্ষতা দেখিয়েছে যুক্তরাষ্ট্র বা ইউরোপের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তা দেখাতে পারেননি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ গেলো ৩ মার্চ ২০১৬ সালের বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

এসজে