images

বাংলাদেশ / জাতীয়

প্রধানমন্ত্রী জাকার্তা যাচ্ছেন সোমবার

সোমবার, ০৬ মার্চ ২০১৭ , ১২:০২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার জাকার্তা যাচ্ছেন। ইন্ডিয়ান ওসান রিম এ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০তম বার্ষিকীতে নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে ৩ দিনের সরকারি সফরে যাচ্ছেন তিনি।

ভারত মহাসাগরের তীরবর্তী ২১টি দেশ নিয়ে আন্তর্জাতিক সংস্থা আইওআরএ গঠিত।

সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওইডুডু এবং শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা শ্রীসেনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০৮৬) সোমবার সকালে জাকার্তার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

এসজে