রোববার, ১২ মার্চ ২০১৭ , ০৫:৩৫ পিএম
বর্তমান বিশ্বের সবচে’ বড় সমস্যা জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় তথ্য আদান প্রদানে অভিন্ন আন্তঃদেশীয় নেটওয়ার্ক তৈরিতে কাজ করবে ইন্টারপোল। বললেন সংস্থার মহাসচিব জারগেন স্টক।
রোববার সকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে ১৪ দেশের পুলিশ প্রধানদের ৩ দিনেরে সম্মেলনে তিনি এ কথা বলেন।
জারগেন স্টক বলেন, বাংলাদেশ এরই মধ্যে জঙ্গি ও সন্ত্রাস দমনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা অর্জনে সহযোগীতা করেছে ইন্টারপোল।
তিনি বলেন, বিশ্বের প্রতিটি দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুলিশ। আধুনিক প্রযুক্তির এই যুগে একে অপরের সঙ্গে তথ্য আদান-প্রদানের বিকল্প নেই। আন্তঃদেশীয় যেকোনো অপরাধ মোকাবেলায় এর মধ্য দিয়ে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব।
বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনামের পুলিশপ্রধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সম্মেলনে অংশ নিয়েছেন।
৩ দিনের এ সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ও সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের অধ্যাপক রোহান গুনারত্নে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলন শেষে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ আন্তঃদেশীয় কর্মপন্থা নির্ধারণ করে যৌথ ঘোষণা স্বাক্ষর হবে।
১৪ দেশের পুলিশপ্রধান ছাড়াও সম্মেলনে আফগানিস্তানের নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপমন্ত্রী আবদুল রহমান, মালয়েশিয়ার আইজিপি খালিদ আবু বকর, মিয়ানমার পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল মায়ো সু উইন, দক্ষিণ কোরিয়ার সিনিয়র সুপারিন্টেনডেন্ট জু মিন লি, শ্রীলংকার আইজিপি পুজিথ সন্ধি বন্দরা জয়সুন্দর, ইন্টারপোলের মহাসচিব জারগেন স্টক, আসিয়ানপোলের নির্বাহী পরিচালক ইয়োহানেস আগুস মুলিয়োনো, আইজিসিআইর প্রটোকল অ্যান্ড কনফারেন্স বিভাগের প্রধান সিন লি চুয়া, আইসিআইটিএপির পরিচালক গ্রে বারসহ ৫৮ জন বিদেশি অংশ নিয়েছেন।
এ ছাড়া ইন্টারপোল, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই), ফেসবুকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে যোগ দিয়েছেন।
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশে এ সম্মেলন আয়োজন করা হয়েছে। সম্মেলন চলবে ১৪ মার্চ পর্যন্ত।
এইচটি/এসএস