বুধবার, ১৫ মার্চ ২০১৭ , ০২:২৮ পিএম
কয়েক দফা সময় পেছানোর পর আসছে ৭ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে বহু প্রতিক্ষিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তি হবার কথা রয়েছে।
ভারতের কাছ থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দীর্ঘদিন ধরেই চেয়ে আসছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফর নিয়ে সাধারণ মানুষের আগ্রহও তাই অনেক বেশি। ঢাকা ও দিল্লির পক্ষ থেকেও এ সফরে তিস্তা পানি চুক্তির বিষয়ে ফলপ্রসু আলোচনার ইঙ্গিত দেয়া হয়েছে।
বুধবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জোর দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসছে ৭ এপ্রিলের ভারত সফরেই তিস্তা চুক্তি হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে গোপনীয়তার কিছু নেই। এবারের দিল্লি সফরেই এ চুক্তি সম্পন্ন হবে।
অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বললেন, প্রধানমন্ত্রীর নয়া দিল্লি সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে। আমরা আশাবাদি এ চুক্তি নিয়ে দেশবাসিকে ভালো খবর দিতে পারব।
আসছে ৭ এপ্রিল ৪ দিনের সরকারি সফরে নয়া দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ এপ্রিল তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এ বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন তারা।
ভারত সফরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সরকারি বাসভবনে অবস্থান করবেন। ২০১০ সালের পর এটিই ভারতে শেখ হাসিনার প্রথম দ্বিপাক্ষিক সফর। মাঝে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী গোয়া সফর করেন।
এইচটি/এসজে