রোববার, ২৬ মার্চ ২০১৭ , ১০:৫২ এএম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন হাজারো মানুষ। শিশুরা তাদের বাবা-মায়ের হাত ধরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
রোববার স্বাধীনতা দিবস উপলক্ষে ৯ বছরের বিপ্র ভৌমিক তার বাবার হাত ধরে জাতির পিতার প্রতিকৃতি শ্রদ্ধা জানায়।
বিপ্র বলে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসেছি। আমি যেমন দেশকে ভালোবাসি, বঙ্গবন্ধুও দেশকে অনেক ভালোবাসতেন। এরপর আমি আর বাবা স্মৃতিসৌধে যাবো লাখো শহীদদের শ্রদ্ধা জানাতে।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দিবসটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসে।
এর আগে সকাল সাড়ে ৭টার পরে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
বিশেষ এ দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
এদিকে বিকেল সোয়া ৪টায় প্রধানমন্ত্রী গণভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ উপলক্ষে স্মারক ডাক টিকিট প্রকাশ করবেন। আর পৌনে ৫টায় বঙ্গভবনে হবে রাষ্ট্রপতি প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠান। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও রাজনীতিবিদসহ বিশিষ্টজন এবং কূটনৈতিকরা অংশ নেবেন।
এপি/ডিএইচ