images

বাংলাদেশ / জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে ২৭ লাখ মানুষ

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ , ১০:৫২ এএম

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠিকে সম্পৃক্ত করতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এ ভিডিও কনফারেন্স শুরু হবে। চলবে দুপুর ২টা পর্যন্ত।

ময়মনসিংহ বিভাগের ৪ জেলার ৪ হাজার ১৯টি স্থানে তৃণমূল পর্যায়ের ২৭ লাখ সাধারণ মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাস ও উন্নয়নমূলক বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। এজন্য ১ হাজার ৫শ’ ১৭টি স্থানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যোগ হওয়ার ১ ঘণ্টা আগে থেকে নির্ধারিত ৪ হাজারেরও বেশি স্থানে সমাবেশ হবে। স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আলেম, পুরোহিত, শিক্ষক, নারীনেত্রী, সাংস্কৃতিক নেতারা জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদকবিরোধী বক্তব্য রাখবেন। এ সময় জাতীয় ও স্থানীয় উন্নয়ন কার্যক্রম ও বর্তমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করা হবে।

এইচটি/ এমকে