শনিবার, ২২ এপ্রিল ২০১৭ , ০৭:৫৭ পিএম
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীকে ট্র্যাফিক ব্যবস্থাপনার দায়িত্ব প্রদানের সুপারিশ করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। এছাড়া আরো ২৫ সুপারিশ করেছে এ কমিটি।
শনিবার সকালে পল্টনস্থ মুক্তিভবনের হলরুমে অয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ জানান তারা।
এতে লিখিত বক্তব্যে বলা হয়, সরকারের সাংবিধানিক দায়িত্বই হচ্ছে রাষ্ট্রের জনগণকে সুরক্ষা ও যথাযথ নাগরিক সুবিধা প্রদানসহ তাদের জীবনমান উন্নয়নে কাজ করা। কিন্তু দেশের মানুষ এসব ক্ষেত্রে চরম ভোগান্তি স্বীকার হচ্ছে। এজন্য সরকারের কার্যকর পদক্ষেপ নেয়া উচিত। তা না করে বাস মালিকদের পক্ষ নিয়ে সরকার পিছুটান দেবে আর সেতুমন্ত্রী হতাশা প্রকাশ করবেন, এটা লজ্জাজনক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে। এসময় উপস্থিত ছিলেন- নুরুর রহমান সেলিম, হাজী মো. শহীদ, তুষার রেহমান, সেকান্দার হায়াৎ প্রমুখ।
সুপারিশগুলো হলো- রাজধানীর যানজট হ্রাস ও ক্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধে সেনাবাহিনীকে ট্র্যাফিক ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া, চাঁদাবাজির হাত থেকে সাধারণ পরিবহন মালিকদের রক্ষায় রাজধানীর বাস টার্মিনালে সেনা সদস্য মোতায়েন, সাংবিধানিক বা সরকারের শীর্ষপদে অধিষ্ঠিতদের মালিক বা শ্রমিক সংগঠনের নেতৃত্বে না থাকার আইন প্রনয়ন, বিআরটিসি বাস বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার প্রথা বাতিল, বিআরটিসির বহরে আরো বাস যুক্ত করা, প্রয়োজনীয় সংখ্যক ট্যাক্সিক্যাব আমদানির ব্যবস্থা, সিএনজি অটোরিকশা মিটারে চলাচলে বাধ্যকরণ, রাজধানীর চারপাশে নৌপথ সচলকরণ, পরিবহন কর্মীদের লাইসেন্স ও নিয়োগপত্র প্রদান, টাউন সার্ভিসে শিক্ষার্থীদের হাফ ভাড়া, মহানগীরতে স্কুল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সার্ভিস চালু করা। এছাড়া বিআরটিএ’র অভিযান সারাবছর পরিচালনা করা, দুর্ঘটনা কমাতে শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান, দুর্ঘটনার জন্য দায়ী চালক হেলপারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, মালিকপক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ আদায়ে আইন প্রনয়নেরও সুপারিশ করা হয়।
সি/