শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ , ১২:৫১ পিএম
বিএনপি নেতারা হাওরে দুর্গতেদের সহায্য করতে নয়, ফটেসেশন করতে গেছেন। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার বঙ্গবন্ধুর ছেলে শেখ জামালের ৬৪তম জন্মদিন উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা একদিনের জন্য হাওরে গেছেন। সেখানে দুর্গত মানুষতের সাহায্য করা নয়, তাদের উদ্দেশ্য ছিলো ফটোসেশন করে দেশের মানুষকে দেখানো। ফিরে এসে এখন তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।
তিনি বলেন, আমি বিএনপি নেতাদের আহ্বান জানাবো হাওরের দুর্দশা নিয়ে রাজনীতি না করে তাদের সাহায্য করুন। আওয়ামী লীগ হাওর এলাকায় সার্বক্ষণিক কাজ করছে। তাদের সঙ্গে জনগণের পাশে আমাদের এমপি ও স্থানীয় নেতাকর্মীরা আছেন।
আরো আগে প্রধানমন্ত্রী হাওরে কেন গেলেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, প্রধানমন্ত্রীকে কিন্তু একটি রুটিন মেইনটেন করে সেখানে যেতে হবে। চাইলেই তিনি যে কোথাও চলে যেতে পারেন না। তার যেটা করার সেটা তিনি করেছেন এবং যাচ্ছেন।
সড়কমন্ত্রী বলেন, খালেদা জিয়াতো বিরোধী দলে আছেন। তিনি কেনো সেখানে গেলেন না। তার কাজ কি? দুর্গত জনগণের পাশে দাঁড়ানো তো তারও কর্তব্য।
এইচটি/জেএইচ