images

বাংলাদেশ / জাতীয়

লাখো কণ্ঠে 'বিদ্রোহী' কবিতা (ভিডিও)

সোমবার, ০১ মে ২০১৭ , ১০:৫৭ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি লাখো কণ্ঠে আবৃত্তি হয়েছে।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ উপলক্ষ্যে অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিতিতে শুরু হয় অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ কবির পরিবারের সদস্যরা।

‘লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা’ শিরোনামে এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ‘বল বীর/ চির উন্নত মম শীর...’ প্রতিধ্বনিত হয় ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করা হয়।

 

এসজে