images

বাংলাদেশ

টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর স্মরণে প্রদর্শনীর সহযোগী আনোয়ার গ্রুপ

বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ , ১২:৩৩ পিএম

images

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানের সহযোগী হয়েছে আনোয়ার গ্রুপ। আগামী ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে এই প্রদর্শনী হবে।

আনোয়ার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্বে প্রথমবারের মতো বঙ্গবন্ধুকে নিয়ে এই ধরনের প্রদর্শনী হচ্ছে। প্রদর্শনীর গর্বিত স্পন্সর আনোয়ার গ্রুপ এবং এ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স।’

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে ‘স্পন্সর চেক’ হস্তান্তর করেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসেন মেহমুদ এবং বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামীদ।

অনুষ্ঠানে আনোয়ার গ্রুপের বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

জেএইচ