images

বাংলাদেশ / জাতীয়

৫৬ ইউনিয়ন পরিষদে ভোট ১৩ জুলাই

রোববার, ০৪ জুন ২০১৭ , ০৫:৪১ পিএম

মামলাসহ বিভিন্ন জটিলতায় স্থগিত ২৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ৩৩টি ইউনিয়ন পরিষদের ৭টিতে চেয়ারম্যানসহ বিভিন্ন শূন্যপদে আসছে ১৩ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান রোববার এ তথ্য জানান।

তিনি জানান, ইউপিতে সাধারণ নির্বাচনের জন্য মনোনয়পত্র দাখিলের শেষ দিন ১২ জুন। যাচাই বাছাই ১৪ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২১ জুন এবং ভোট ১৩ জুলাই।

যেসব ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- ঠাঁকুরগাওয়ের রানীসংকৈল উপজেলার হোসেনগাঁও, নন্দুয়া ও বাচোর; টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মহিষমারা, শোলাকুড়ি, অরণখোলা, কুড়ালিয়া, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ, ফুলবাগচালা এবং সদর উপজেলার ছিলিমপুর, কাকুয়া, কাতুলী ও মাহমুদনগর;  বরিশালের মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক, লতা, জয়নগর, চর একারিয়া, গোবিন্দপুর, শ্রীপুর ও আলিমাবাদ এবং ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা (উত্তর)।

সি/