বুধবার, ২১ জুন ২০১৭ , ০৮:৫৫ পিএম
এবারের ঈদের জামাতে কোনো সন্ত্রাসী হামলার আশঙ্কা নেই। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের হুমকির তথ্য আসেনি। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার বিকালে রাজধানীর নিউ মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের হুমকি আসেনি। হুমকি আসবে বলে আমরা মনেও করছি না। তবে আমরা বসে নেই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, ঈদের ছুটিতে রাজধানীর বাড়িগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। ভ্রাম্যমাণ পুলিশ ও চেকপোস্টগুলো সতর্ক অবস্থানে থাকবে। এছাড়া শোলাকিয়াসহ দেশের সব গুলো ঈদ জামাতে জঙ্গি হামলা প্রতিরোধে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকবে।
ঈদের মার্কেটে নিরাপত্তা বজায় রাখতে সিসি টিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক কাজ করেছেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন আইজিপি এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিএমপির অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান, অতিরিক্ত কমিশন মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ অনেকে।
এমসি/জেএইচ