শনিবার, ২৪ জুন ২০১৭ , ১২:৪০ পিএম
ঘরমুখো মানুষের স্রোত গিয়ে ঠেকেছে বাস-ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে। গাবতলী, সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালগুলোতে উপচে পড়া মানুষের ভিড়।
রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালকেন্দ্রিক যানজট এবং গণপরিবহণ সংকটের কারণে অনেককে আবার পায়ে হেঁটে আসছেন। ধীরগতির কারণে বাস টার্মিনালগুলোতে কিছুটা গাড়ির সংকট দেখা দিয়েছে। তবে ট্রেন ও লঞ্চ এর তেমন অনিয়মের খবর পাওয়া যায়নি।
বাস টার্মিনালে আছেন আমাদের রিপোর্টার ফারুক খান ও কমলাপুর রেলস্টেশনে আছেন মুক্ত মাহমুদ। সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছেন তারা।
এমকে