বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭ , ০১:২৮ পিএম
রাজধানী ও দেশের ৩ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ৯ ঘণ্টায় রাজধানীর গুলিস্থান, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে সিরাজগঞ্জে ৪ জন, গোপালগঞ্জে বাস-মাইক্রো বাস সংঘর্ষে ৬ জন, টাঙ্গাইলে সকালে মাইক্রোবাস চাপায় ২ নারী, রাজধানীর গুলিস্থানে ১ অটো চালক নিহত হন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রয়হাটিতে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হন। এসময় আহত হন আরো ১৫ জন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের আরটিভি অনলাইনকে জানান, রাত ১টার দিকে ধানসিড়ি পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে মহাসড়কের রয়হাটি এলাকায় অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি পরিবারসহ ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হয়েছেন সৌদি-প্রবাসী হালিম আকন্দ (৪৯), তার স্ত্রী আসমা বানু (৪২), ২ ছেলে সুমন আকন্দ (১৮) ও সিহাব আকন্দ (৬) এবং তার শ্যালক বাদল হাওলাদার (৪৫)। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার শ্মরণখোলা থানার খুড়িয়াখালী গ্রামে।
এছাড়াও তাদেরকে বহনকারী প্রাইভেট কারের চালক নিহত হন। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলী নূর হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস ওই মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। হাসপাতালে আরো ৩ জনের মৃত্যু হয়। আহত অবস্থানে হাসপাতালে ভর্তি আছেন ১০ জন।
অন্যদিকে, সকাল ৮টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা বাজারে মাইক্রোবাস চাপায় ২ নারী নিহত হয়েছেন।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করা হয়েছে।
এদিকে রাজধানীর গুলিস্তানে বাসচাপায় জামাল হোসেন (৪০) নামে ১ অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৪ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ পরিদর্শক বাবুল মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে
এসজে