বাংলাদেশ / জাতীয়
সোমবারের গুরুত্বপূর্ণ সংবাদ
সোমবার, ০৩ জুলাই ২০১৭ , ১০:২৯ পিএম
- সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া যে রায় বহাল রেখেছেন আপিল বিভাগ তা নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া বা ক্ষুব্ধ প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেয়া আপিলের পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে করণীয় নির্ধারণ করা হবে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।
- সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেয়ে প্রতিক্রিয়া জানাবে আওয়ামী লীগ। বললেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
- সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় চরম হতাশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
- সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায় আপিলে বহাল থাকা, এটিকে জনগণের বিজয়। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তে জনগণের বিজয় হয়েছে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
- কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এবং অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।
- কবি প্রাবন্ধিক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
- আরটিভি ফেসবুক ফ্যানপেজে ভক্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। দর্শকপ্রিয়তায় কোটির কোটায় এখন আরটিভি ফেসবুক ফ্যানপেজ। কোটি ছাড়িয়ে এ সংখ্যা শত কোটিতে পৌঁছাবে। সবক্ষেত্রে সারাদেশ এগিয়ে যাবে ডিজিটাল বাংলাদেশের পথে। এমনই আশা জানালেন বিশিষ্টজনরা।
- বাংলাদেশ মিয়ানমারের মধ্যে মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান করতে আগ্রহ দেখিয়েছেন মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থং তুন।
- নারী বিশ্বকাপে বল হাতে অনন্য কীর্তি গড়লেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ড্যান ফন নাইকার্ক। গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শূন্য রানে ৪ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন তিনি।
এমকে