images

বাংলাদেশ / রাজনীতি

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে : কাদের (ভিডিও)

শুক্রবার, ০৭ জুলাই ২০১৭ , ০৩:২৭ পিএম

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাই এর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীসহ দশবাসীকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ওভারব্রিজের কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভোটের আগে দেশের রাজনৈতিক পরিস্থতি অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। ঘোলা পানিতে মাছ শিকার করে একটি মহল সুবিধা নিতে চায়। যেকোনো মূল্যে এটি রুখে দিতে হবে।

তিনি বলেন, সংগঠনকে গতিশীল করতে সারা দেশে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান চলছে। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যাতে কোনো অবস্থাতেই দলে প্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সুযোগ সন্ধানী এসব চক্র আওয়ামী লীগে ঢুকে দলের বদনাম করে। যদি কেউ দলের ভেতরে জামায়াত-শিবিরকে ঢুকার পথ করে দেয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কাছে দেশে গুম, খুনের তথ্য থাকলে সেটা প্রকাশ করুক। 

 

এইচটি/এমকে