images

বাংলাদেশ / রাজনীতি

'উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে' (ভিডিও)

শুক্রবার, ১৪ জুলাই ২০১৭ , ১০:৫৩ পিএম

শেখ হাসিনার সরকার উন্নয়ন ও ব্যবসাবান্ধব সরকার। দেশের উন্নয়ন ও শান্তি ধরে রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। 

বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম। 

বৃহস্পতিবার বিকেলে চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের লাকি কুপনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মোরশেদ আলম বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিরোধীরা ভীত হয়ে পড়েছে। তাই তারা ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র প্রতিহত করে দেবে।

এ সময় নোয়াখালী জেলা পরিষদ প্রশাসক ডা. এবিএম জাফর উল্যাহ, মোরশেদ আলম কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম দিপু, চৌমুহনী পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন, ব্যবসায়ী সমিতির সভাপতি কবির হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

লটারিতে মোটরকারসহ ৫০টি পুরস্কার দেয়া হয়।

 

এসজে