images

বাংলাদেশ / জাতীয়

মাছ ধরতে গিয়ে ৪২ জেলে আটক

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ০৫:৫৬ পিএম

গত ২৪ ঘণ্টায় ৪২ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। একই সঙ্গে অবৈধ জাল, মাছ এবং বাগদা রেনু পোনা জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে নৌ-পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা আটক ও জব্দের তালিকা প্রকাশ করেন।

তিনি বলেন, সারাদেশে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছে নৌ-পুলিশ। চলমান এ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধঘোষিত অবৈধ জাল, মাছ এবং মাছের পোনা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ৪২ জনকে।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযানে এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট এক কোটি ২৬ লাখ ৬১ হাজার ৬৪০ মিটার অবৈধ জাল, ২ হাজার ২০ কেজি মাছ এবং ১ লাখ ১২ হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতির বাগদা রেনু পোনা জব্দ করা হয়েছে। একই সঙ্গে এই অভিযানে মোট ১১টি নৌকা এবং বৈধ কাগজপত্রবিহীন ৫টি বাল্কহেড আটক করা হয়।

পুলিশ সুপার বলেন, জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এতিমখানায় বিতরণ করা হয়েছে মাছ এবং পানিতে অবমুক্ত করা হয়েছে বাগদার রেনু পোনা।