বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ০৯:৫৬ পিএম
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। এই ধাপে মোট এক হাজার ৫৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২ মে) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন রয়েছেন।
তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ মে। আপিল করা যাবে আগামী ৬ মে থেকে ৮ মের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহরে শেষ দিন ১২ মে। ১৩ মে এ ধাপের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হবে।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা নির্বাচনে চার ধাপে ৪৭৫ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট ৮ মে, দ্বিতীয় ধাপে ২১ মে এবং চতুর্থ ধাপে আগামী ৫ জুন।