images

বাংলাদেশ / জাতীয়

বিমান ও বিএফডিসিতে নতুন এমডি নিয়োগ

রোববার, ২৬ মে ২০২৪ , ০৮:১৯ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহিদুল ইসলাম ভূঞাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

আর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বনিককে।

একই প্রজ্ঞাপনের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শাহানা সারমিনকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ও মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহমুদ আলীকে নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক করা হয়।