রোববার, ০৩ নভেম্বর ২০২৪ , ১২:৪২ পিএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন। নতুন মেয়রের সময়সীমা আইন অনুযায়ী নির্ধারিত হবে।
রোববার (৩ নভেম্বর) সকালে চসিকের নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করানোর পর এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।
উপদেষ্টা বলেন, যে বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সেই বিপ্লবের প্রত্যাশাকে এগিয়ে নিতে হবে চট্টগ্রামের নতুন মেয়রকে। এ ছাড়া আইন অনুযায়ী নির্ধারণ হবে, চট্টগ্রাম সিটির নতুন মেয়রের সময়সীমা।
তিনি বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে হবে তাকে। চট্টগ্রামকে একটি গ্রিন সিটিতে উন্নীত করতে হবে।
দেশের সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে বলে জানান এ. এফ. হাসান আরিফ।
আরটিভি/এসএপি