রোববার, ০১ ডিসেম্বর ২০২৪ , ০২:৩৮ এএম
রাজধানীর বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান।
তিনি বলেন, বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আগুন লাগার খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আরটিভি/এমকে