images

বাংলাদেশ

কীর্তনখোলায় তেলের ট্রলারে বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি দগ্ধ ৪

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:০৮ এএম

বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি একটি ট্রলারে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে তাদের এ হাসপাতালে নিয়ে আসা হয়। দগ্ধ চারজনের নাম রুবেল (২২), মানিক (৩০), মান্না (২৫) ও সম্পদ আলী (২৮) বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, বরিশালের কীর্তনখোলায় যমুনা অয়েলের একটি ডিপোতে তেল আনলোড করার সময় হঠাৎ আগুন লেগে যায়। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মধ্যরাতে তাদেরকে আমাদের এখানে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এদের মধ্যে রুবেলের শরীরের ৬৫ শতাংশ, মানিকের শরীরের ৬০ শতাংশ, মান্নার শরীরের ৬৬ শতাংশ ও সম্পদ আলীর শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এইচডিইউ-তে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, বুধবার জ্বালানি তেলভর্তি ড্রাম নিয়ে ট্রলারটি কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সন্ধ্যায় ত্রিশগোডাইন এলাকায় নদীতে হঠাৎ বিস্ফোরণ হয় ট্রলারটিতে। পরে প্রাথমিকভাবে দগ্ধদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

আরটিভি/এসএইচএম/এস