শনিবার, ১৯ নভেম্বর ২০১৬ , ০২:১৭ পিএম
দীর্ঘদিন ধরে অবৈধ মানবপাচারের সঙ্গে জড়িত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে লিবিয়ার পুলিশ। সুজন নামে এই ব্যক্তিকে গেলো বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।
ত্রিপলি থেকে বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, সুজনের শিকার মূলত বাংলাদেশিরা এবং এদেরকে লিবিয়ায় আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায় করতো সে।
চলতি মাসের শুরুর দিকে লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইতালি যাবার সময় ৩শ’ অবৈধ অভিবাসীকে আটক করে দেশটির কর্তৃপক্ষ। এদের অনেকেই বাংলাদেশি। তারা অভিযুক্ত সুজনকে তাদের পাচারকারী হিসেবে শনাক্ত করেন।
গেলো ৮ নভেম্বরই ফেসবুক পোস্টের মাধ্যমে আটক ওই বাংলাদেশিদের খবর দিয়েছিল ত্রিপলির বাংলাদেশ দূতাবাস। প্রকাশ করেছিল একটি ছবি। যেখানে দেখা যায়, সবার মাথা ন্যাড়া।
এস