মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬ , ০৫:০৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল সম্মেলনের ১৬ দিন পর হলগুলোতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করলো আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ।
মঙ্গলবার সকালে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে ১৮টি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম জানানো হয়। এর মধ্যে ১৩ টি ছাত্র ও ৫ টি ছাত্রী হল রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের স্বাক্ষর ছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষর রয়েছে ওই বিজ্ঞপ্তিতে। গঠনতন্ত্র অনুসারে এই কমিটি আগামি এক বছর দায়িত্ব পালন করবে।
ছাত্র হল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল : সভাপতি রকিবুল ইসলাম বাঁধন, সাধারণ সম্পাদক আল আমিন রহমান
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল : সভাপতি ইউসুফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুম লিমন।
মাস্টারদা সূর্যসেন হল : সভাপতি মো. গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহিন
হাজী মুহম্মদ মুহসীন হল : সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী।
স্যার এ এফ রহমান হল : সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদল হাসান তুষার।
সার্জেন্ট জহুরুল হক হল : সভাপতি মো. সোহানুর রহমান, সাধারণ সম্পাদক আসিফ তালুকদার
স্যার সলিমুল্লাহ মুসলিম হল : সভাপতি তাহসান আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান তাপস।
জগন্নাথ হল : সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস।
কবি জসিম উদ্দিন হল : সভাপতি সৈয়দ মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক শাহেদ খান।
বিজয় একাত্তর হল : সভাপতি ফকির রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক নয়ন হাওলদার।
অমর একুশে হল : সভাপতি আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক এহসান উল্লাহ।
ফললুল হক মুসলিম হল : সভাপতি শাহরিয়ার সিদ্দিকী শিশিম, সাধারণ সম্পাদক মো. মাফুজুর রহমান।
ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল : সভাপতি মো. সাকিব হাসান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত।
ছাত্রী হল
বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল : সভাপতি বেনজির হোসেন নিশি, সাধারণ সম্পাদক রনক জাহান রাইন।
রোকেয়া হল : সভাপতি লিপি আক্তার, সাধারণ সম্পাদক শ্রাবণী ইসলাম।
শামসুন নাহার হল : সভাপতি নিপু ইসলাম তন্বী, সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা।
কবি সুফিয়া কামাল হল : সভাপতি ইফফাত জাহান এশা, সাধারণ সম্পাদক সারজিয়া শারমিন (শান্তা)।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল : সভাপতি ফরিদা পারভীন, সাধারণ সম্পাদক শ্রাবণী শায়লা।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে প্রথমবারের মত ‘হল সম্মেলন’ অনুষ্ঠিত হয়।
এসএসজে/ জেএইচ