images

বাংলাদেশ / জাতীয়

জঙ্গি রিক্রুটমেন্ট এখনো চলছে !

সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬ , ০৩:৫২ পিএম

আইএস-আল কায়দা বাংলাদেশে একসঙ্গে কাজ করছে। ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম লাইভমিন্টে প্রকাশিত সাক্ষাতকারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত  মার্সিয়া বার্নিকাট এ কথা বলেন।   

বার্নিকাট বলেন, এ নেটওয়ার্কের আকার সম্পর্কে জানি না। এটিও জানি না  নেটওয়ার্ক বাড়ছে নাকি সঙ্কুচিত হচ্ছে। কিন্তু আমি ৩টি বিষয় বলবো যেগুলো বাংলাদেশ সরকারের জন্য  উদ্বেগের।

প্রথমত, আইএস ও আল কায়দা বাংলাদেশকে  অগ্রাধিকার রাষ্ট্র হিসেবে বিবেচনা করছে। এর অর্থ হলো, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে, তারা ছড়িয়ে পড়তে চেষ্টা করছে।

দ্বিতীয়ত, এসব সংগঠন বাংলাদেশে একসঙ্গে কাজ করছে। তারা এখানে প্রতিদ্বন্দ্বীও। কিন্তু আমরা জানি যে, তামিম চৌধুরীর  মতো লোক উভয়ের জন্যই কাজ করছে। তাই এটি আসলেই বিপজ্জনক ।  তারা একই সঙ্গে নিজেদের জ্ঞান ও দক্ষতা ভাগাভাগি  করতে পারে।

তৃতীয়ত, আমরা জানি যে, তরুণরা এখনও নিখোঁজ হচ্ছে। যারা নিখোঁজ হয়েছে তারা যাবার আগে কিছু জানিয়ে যায়নি। এর অর্থ রিক্রুটমেন্ট এখনও সফলভাবে চলছে। যা বিশ্বের আর কোথাও দেখা যায় না।

হলি আর্টিজানের হামলা প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এটা নিয়ে অবশ্যই বিনিয়োগকারীদের দুশ্চিন্তাগ্রস্ত করেছে।  

তিনি বলেন, আইএস জানিয়েছে, পশ্চিমা ব্যবসায়ীদের টার্গেট  অব্যাহত রাখবে। তাই এটি মানুষকে নার্ভাস করে তুলেছে। আমরা সতর্ক থাকছি। নিজেদের রক্ষায় যা করার করছি। কিন্তু মানুষ বাংলাদেশকে বিশ্বাস করে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে একটি শক্তিশালী অর্থনীতি, শক্তিশালী শাসন কাঠামো, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও শক্তিশালী নাগরিক সমাজ। সন্ত্রাসবাদ বিস্তার থেকে বাংলাদেশকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র।

এপি/এমকে