images

অন্যান্য / বাংলাদেশ / আইন-বিচার

খালেদার পরবর্তী আত্মপক্ষ সমর্থন ১২ জানুয়ারি

বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭ , ০১:২৮ পিএম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরের তারিখ ১২ জানুয়ারি। ওইদিন তিনি বাকি বক্তব্য দেবেন।

বৃহস্পতিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার নতুন এ দিন ঠিক করেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির হন বিএনপি নেত্রী। এরপর আদালতে সময় আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। পরে আদালত সময় আবেদন মঞ্জুর করে ১২ জানুয়ারি দিন ঠিক করেন।

গেলো ২২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করেন খালেদা জিয়া। বাকি বক্তব্য উপস্থাপনে ৫ জানুয়ারি দিন ঠিক ছিলো। বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে সময় আবেদন করেন তিনি। পরে আদালত তার আবেদন মঞ্জুর করেন।

অন্যদিকে গেলো ২৯ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ জানুয়ারি খালেদাকে হাজির হতে নির্দেশ দেন আদালত। তা না হলে তার জামিন বাতিল করা হবে।

এইচটি/এসজেড