শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭ , ০২:৩৯ পিএম
জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে সাধারণ মানুষ খুশি। বিএনপি কর্মীরাও খুশি। অখুশি শুধু বিএনপি নেতারা। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি রাসেল স্কয়ারে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশ নয়, সংকটে রয়েছে বিএনপি। সংবিধান অনুযায়ী আগামি নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে ।
তিনি আরো বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাস্তায় আর কোনো সভা-সমাবেশ করা যাবে না। তাই সবাইকে বলা হয়েছে সারাদেশের কোথাও রাস্তায় সমাবেশ করা যাবেনা। ভাবছি কেবল ছুটির দিনে রাজনৈতিক শোভাযাত্রা করা যায় কি-না।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে ৫ হাজার কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।
এসজে/ জেএইচ